1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রসিক নির্বাচন : আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা - রংপুর সংবাদ
সোমবার, ০৫ জুন ২০২৩, ০১:০৬ অপরাহ্ন

রসিক নির্বাচন : আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮ জন নিউজটি পড়েছেন

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

প্রস্তাবিত ২৯ দফার ইশতেহারে সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, শ্যামাসুন্দরী খালের দুপাশে মাটি ভরাট করে উঁচু করে একমুখী রাস্তা তৈরির মাধ্যমে রিকশা ও অটোরিকশা চলাচলের ব্যবস্থা করবো। স্থানীয় সরকারের আওতায় থাকা স্কুল-কলেজের উন্নয়ন, নারীদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব ঘোচানোর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, মেয়র নির্বাচিত হলে সিটির মধ্যে ৬টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করবো। যেসব কমিউনিটি ক্লিনিক রয়েছে সেগুলোতে অ্যাম্বুলেন্স নিয়ে আসার চেষ্টা করবো। হস্ত ও কুটির শিল্পের বিকাশে নারীদের জন্য আলাদাভাবে উদ্যোগ নেওয়া হবে। শুধু তাই নয়, দ্রুত গ্যাস সংযোগ ব্যবস্থা করে কলকারখানা স্থাপন ও বাসাবাড়িতে গ্যাস সংযোগসহ রংপুর বিভাগীয় শহর এলাকায় ইপিজেড প্রতিষ্ঠা করে সরকারি সহায়তায় কলকারখানা নির্মাণে সরকারের সহায়তায় উদ্যোগ নেওয়া হবে।

অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, ৩৩টি ওয়ার্ডের মধ্যে নতুন সংযোজিত ওয়ার্ডের সমস্ত সড়ক পাকাকরণ, বিদ্যুতের ব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নতকরণ, মূল শহরের যানজট নিরসনে পথচারীদের পারাপারে ফুটওভার ব্রিজ নির্মাণ ক্ষেত্র বিশেষে আন্ডারপাস ও রেলগেট এলাকায় ফ্লাইওভার নির্মাণসহ আধুনিক গাড়ি পার্কিং লট নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খালকে দখলমুক্ত করে ঢাকার হাতিরঝিলের ন্যায় মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আমি রংপুরের মেয়ে। সবাই আমাকে চেনেন এবং জানেন। আশা করি ২৭ ডিসেম্বরের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমি বিশ্বাস করি রংপুরের মানুষ আর ভুল করবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সহসভাপতি আবুল কাশেম, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি প্রমুখ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun