রংপুর নগরীতে ৩৭৮৯ পিস ইয়াবাসহ ফারুক আহম্মেদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ফারুক লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্যকদম গ্রামের রহমত আলীর ছেলে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওসি রবিউল ইসলাম। এর আগে, সোমবার রাতে রংপুর-লালমনিরহাট সড়কের মামা ভাগ্নে মোড় থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, লালমনিরহাটের কাকিনা থেকে মহিপুর হয়ে রংপুরের দিকে একটি মাদকের বড় চালান আসছে বলে সংবাদ পায় পুলিশ। পরে পুলিশের একটি দল রংপুর-লালমনিরহাট সড়কের মামা ভাগ্নে মোড়ে অবস্থান নিয়ে ফারুক আহম্মেদকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ৩৭৮৯ পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক (এসআই) এস এম অনিক মাহমুদ বলেন, এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Leave a Reply