দিনাজপুরে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আঁখি আক্তার (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আঁখি আক্তার বীরগঞ্জ এলাকার আখতারুল ইসলামের মেয়ে। তিনি এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
রোববার (০৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের বিস্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আখতারুল ইসলাম এবং তার খালাত বোন রোকেয়া বেগমের মধ্যে ৭ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের এই জমি নিয়ে আদালতে মামলা চলছিল।
রোববার রোকেয়া বেগম সেই জমির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। এতে গুরুতর আহত হয় আঁখি আক্তার। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আঁখির।
Leave a Reply