মাহির খানঃ
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের পদোন্নতি ও বদলীজনিত কারনে এক বিদায় অভিবাদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় হাতীবান্ধা উপজেলা প্রশাসন উক্ত অনুষ্ঠানের আয়োজন করেছেন।
ইউএনও নাজির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর। যিনি পদোন্নতি পেয়ে যুগ্ন সচিব হিসেবে রংপুর বিভাগীয় কার্যালয়ে যোগদান করবেন।
এতে আরো বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, ওসি শাহা আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে শিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, দইখাওয়া আদর্শ কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেল ও সোমা টি স্টেট এর স্বত্বাধিকারী ফেরদৌস আহমেদ প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা,ক্রেস্ট ও উপহার দেয়া হয়।
Leave a Reply