1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রংপুরে নকল বীজ আলু উদ্ধার, দুই প্রতিষ্ঠানকে জরিমানা - রংপুর সংবাদ
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন

রংপুরে নকল বীজ আলু উদ্ধার, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫১ জন নিউজটি পড়েছেন

রংপুরে বিপণনের উদ্দেশ্যে আলুর বীজ নকল করে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি। একই সঙ্গে অসাদু ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি এ ধরনের প্রতারণার ব্যাপারে কৃষকসহ সাধারণ ভোক্তাদের অবহিত ও সচেতন করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে রংপুর মহানগরীর দর্শনা মোড় ও  লালবাগ বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মারুফা বেগম।

অভিযানে নগরীর দর্শনা মোড় সংলগ্ন কিষাণ হিমাগারে আলুর বীজ নকল করে অনুমোদনবিহীনভাবে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড এর নাম ব্যবহার করে প্যাকেজিং এবং বিপণন করার অপরাধে অ্যাপোলো ট্রেডার্সকে নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লালবাগ বাজার এলাকার রংপুর চাষি ঘরকে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের অপরাধে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যায়ন এজেন্সি।

সরেজমিনে দেখা যায়, আলু মৌসুমকে টার্গেট করে আলু বীজ নিয়ে একটি চক্র প্রতারণায় নেমেছে। চক্রটি বিভিন্ন কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে খাবার আলুতে নকল ট্যাগ বসিয়ে হিমাগারে আলু বীজের বস্তা রেখে প্রতারণামূলক এ ব্যবসায় করে আসছিল। অভিযানে অসাদু ব্যবসায়ীদের জরিমানা করার পাশাপাশি আলুর নকল বীজ জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ জানান, এখন আলুর মৌসুম চলছে। এ মৌসুমকে টার্গেট করে একটি চক্র এই নকল বীজ আলুর ব্যবসা করার চেষ্টা করছে। আমরা বিভিন্নস্থানে সোর্স ঠিক করে রেখেছি। এ রকম কোনো সংবাদ পেলেই আমরা সেখানে অভিযান পরিচালনা করছি। জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করছেন বলেও জানান তিনি।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun