লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝন্টু মিয়া (৪৫) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) ১০ টার দিকে উপজেলার বাউরা মুন্সি পাড়া এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু হয়।
নিহত ঝন্টু মিয়া উপজেলা বাউরা ইউনিয়নে মুন্সিপাড়া গ্রামের বাবুর আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ঝন্টু মিয়া তার নিজ বাড়িতে অটোরিকশার চার্জিং খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়। পরে প্রতিবেশিদের সাহায্যে তাকে বাউড়া বাজারে পল্লী চিকিৎসক সামসুল আলমের কাছে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন।
বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম মিরন কে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগকারী না থাকায় তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply