হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় ইউএনও অফিসের নৈশ প্রহরী নিহত
লালমনিরহাট প্রতিনিধি
আপডেট সময় :
বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
৬
জন নিউজটি পড়েছেন
প্রতিকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেল গেটে ট্রেনের ধাক্কায় হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসের নৈশ প্রহরী মোঃ সোহরাব হোসেন (৫২) নিহত হন।
মঙ্গলবার (২৯ নভেম্বর ) বিকেলে চারটার উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের অরক্ষিত রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব হোসেন ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া গ্রামের মৃত্যু মেহেরজান মিয়ার ছেলে। তিনি হাতীবান্ধা নির্বাহী অফিসের নৈশ প্রহরী পদে কর্মরত আছেন।
জানা গেছে, বিকেলে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় বাজার খরচ নিয়ে বাড়ি ফেরার পথে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের কাছে অরক্ষিত রেল ক্রসিং এলাকায় লালমনিরহাট হতে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে বাইসাইকেলসহ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃত তার দেহ হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফজলার রহমান খোকন সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় মোঃ সোহরাব হোসেন ঘটনাস্থলে মৃত্যু হয়।
ট্রেনের ধাক্কায় মৃত্যুর খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন ঘটনাস্থলে এসে বলেন,আমি খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যাই এবং হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে মৃত্যু সনদ নিয়ে লাশ বাসায় নিয়ে দাফনের ব্যবস্থা করতে বলেছি।
এ ঘটনায় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহা আলম নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply