1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
বুধবার আরেক ফাইনাল হবে: মেসি - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ অপরাহ্ন

বুধবার আরেক ফাইনাল হবে: মেসি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৫ জন নিউজটি পড়েছেন

লুসাইলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে প্রথম কাজ সেরে রেখেছে আর্জেন্টিনা। বুধবার পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আকাশি-নীলরা। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে তাই ফাইনাল ম্যাচ মনে করছেন লিওনেল মেসি।

আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে ৬৪ মিনিটে ডান প্রান্ত থেকে আনহেল ডি মারিয়ার কাট ব্যাকে বক্সের বাইরে বল পান মেসি। এরপর বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর মাটি কামড়ানো শট ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি মেক্সিকো গোলরক্ষক গিলের্মো ওচোয়া। এরপর ৮৭ মিনিটে এনজো ফার্নান্দেজকে দিয়ে গোল করিয়েছেন মেসি। দুটো গোলে অবদান রেখে ম্যাচ-সেরা হয়েছেন মেসি।

ম্যাচ শেষে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘জয় আমাদের দরকার ছিল এবং আমরা জিতেছি। আরেকটা ফাইনাল আসছে বুধবার এবং আমরা একসঙ্গে লড়ব। এগিয়ে যাও আর্জেন্টিনা।’

মেসি নিজেও বেশ কিছু রেকর্ড করেছেন এবং রেকর্ডগুলোতে দিয়েগো ম্যারাডোনার সঙ্গী হয়েছেন। বিশ্বকাপে নিজের ২১তম ম্যাচ গতকাল খেলেছেন মেসি। তাতে ম্যারাডোনার সঙ্গে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। ৬৩ মিনিটের সময় গোল করে বিশ্বকাপে তাঁর অষ্টম গোলটি করলেন মেসি। বিশ্বকাপে ম্যারাডোনাও করেছিলেন ৮ গোল।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন মেসি ও ম্যারাডোনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আকাশি-নীলদের হয়ে সর্বোচ্চ ১০ গোল করেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৬৭ ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ৯৩ গোল আর অ্যাসিস্ট করেছেন ৫৩ গোলে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun