1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
সেতু-কালভার্টের মুখ বন্ধ, ৫ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা! - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের মানববন্ধন কোটি টাকার মাছ নষ্ট, ক্ষতিপূরণ আদায়ে মৎসচাষীদের মানববন্ধন হাতীবান্ধায় পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চিলাহাটি-ঢাকা রুটের ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ করার দাবিতে মানববন্ধন জামায়াতকে কর্মসূচি পালনে অবশ্যই অনুমতি নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হাতীবান্ধায় শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এপ্রিল মাসে সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ আদিতমারী থানা নীলফামারী থেকে দিবাকালীন ট্রেন, জেলায় আনন্দের জোয়ার জিএম কাদেরের গাড়ি আটকে মনোনয়ন দাবি রংপুরে কোরবানির জন্য প্রস্তুত ১৩ লাখ পশু

সেতু-কালভার্টের মুখ বন্ধ, ৫ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা!

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২২ জন নিউজটি পড়েছেন

যেখানে-সেখানে পুকুর খনন, খাল-নদী ও ক্যানেল বন্ধ করে অপরিকল্পিত রাস্তা নির্মাণ, সেতু-কালভার্টের মুখ বন্ধ করে দেয়ায় সিরাজগঞ্জে প্রায় ৫ হাজার হেক্টর জমি জলাবদ্ধতার কারনে অনাবাদি হয়ে পড়ে আছে। এতে বছরে ২০ থেকে ২৫ হাজার মেট্রিক টন ধান, ১২-১৫ হাজার মেট্রিক টন সরিষাসহ হাজার হাজার মেট্রিক টন সবজির উৎপাদন ব্যাহত হওয়ায় হাজার হাজার কৃষকের চরম সর্বনাশ হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে জেলার ৯ উপজেলায় ৩ হাজার ৭৩১ একর জমিতে জলাবদ্ধতা হয়ে আছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৭৫ একর রায়গঞ্জ উপজেলায়। এছাড়া তাড়াশে ৮৬৫ একর, বেলকুচিতে ৬৬৭, সদরে ৪৯২, কামারখন্দে ২৭১, শাহজাদপুরে ২২২, উল্লাপাড়ায় ৮৯ ও কাজিপুরে ৫০ একর জমিতে জলাবদ্ধতা রয়েছে। তবে বেসরকারী হিসেবে ৫ হাজার হেক্টরের বেশী জমি জলাবদ্ধতা রয়েছে।

চলনবিল অধ্যুষিত তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় অবাধে পুকুর খনন, খাল-ক্যানেল বন্ধ করে রাস্ত ও স্থাপনা নির্মাণের ফলে প্রতি বছরই জলাবদ্ধতা বাড়ছে।

তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর, মথুরাপুর, বিদি মাগুড়া ও শ্রীকৃষ্ণপুর এলাকার কৃষকরা জানান, তাদের এলাকায় প্রায় এক হাজার বিঘা জমি পানির নিচে রয়েছে। বর্ষা পেরিয়ে শীত এলেও এসব জমিতে এখনো হাঁটু পানি রয়েছে। পুরো মাঠ কচুরিপানায় ভরে গেছে। এসব জমির অধিকাংশই ৬/৭ মাস পানির নিচে থাকে। ফলে বছরের দুটি আবাদ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

তাড়াশের শোলাপাড়া গ্রামের কৃষক দুলাল হোসেন জানান, যত্রতত্র পুকুর খনন, খাল, নদী ও ক্যানেল বন্ধ করে অপরিকল্পিত রাস্তা নির্মাণ, সেতু-কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণের ফলে নিকটস্থ জমিগুলো জলাবদ্ধ হয়ে পড়ছে। এতে যেমন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি কমে যাচ্ছে।

একই এলাকার কৃষক তমছের আলী জানান, ক্ষমতার অপব্যবহার করে খেয়াল-খুশি মতো যেখানে সেখানে পুকুর খনন করছেন এলাকার কিছু প্রভাবশালী চক্র। এতে আমরা থানায় কোন অভিযোগ দিতে গেলেও তা নিতে চান না থানার কর্মকর্তারা। বিঘা প্রতি ৫ হাজার করে টাকা দিলেই পুকুর খননের অনুমতি প্রদান করে থানা কর্তৃপক্ষ।

তাড়াশ সদর এলাকার কৃষক রাজ্জাক, গৌতম কুমার, রিপন জানান, অপরিকল্পিত পুকুর খনন বন্ধসহ ক্যানেলের মুখ খুলে দেয়ার জন জন্য কৃষি অফিসকে বারবার অবগত করলেও তারা ব্যবস্থা গ্রহন করছে না। এ অবস্থায় জমিগুলো আবাদযোগ্য করার জন্য অবৈধ পুকুর খনন বন্ধসহ পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন কৃষকরা।

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন, অপরিকল্পিতভাবে পুকুর খননের কারনে কিছু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধ নিরসনে কৃষকদের পুকুর খননে নিরুৎসাহিত করার পাশাপাশি বিষয়টি জেলা সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহন করে জমি চাষযোগ্য করে তোলা হবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun