লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় আব্দুল ওহাব (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবক আদিতমারী উপজেলার বড়াবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে আদিতমারী থানা সংলগ্ন রেললাইন ক্রসিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আদিতমারী রেলস্টেশন এলাকায় পৌঁছানোর আগেই এই দুর্ঘটনা ঘটে। এসময় আব্দুল ওহাব মোটরসাইকেল যোগে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন।
এ সময় ট্রেনটি চলন্ত থাকায় তাকে ধাক্কা দিলে তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মাথা ও দুইপায়ে আঘাতপ্রাপ্ত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশরাফুজ্জামান জানান, হাসপাতালের নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ ব্যবস্থা গ্রহন করবেন।
Leave a Reply