মো:মহাসীন আলমঃ
জাতীয় যুব সংহতি,লালমনিরহাট জেলা শাখার যুব সংহতির সাংগঠনিক গতিশীল ও বেগবান করার লক্ষে সভাপতি মো:হুমায়ুন কবির ও সদস্য সচিব মো:খান আশরাফ মিঠু কে ( ৪৫) সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি।জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য সচিব অাহাদ ইউ চৌধূরী শাহীন এর সুপারিশের ভিত্তিতে
অাহবায়ক এইচ এম শাহরিয়ার অাসিফ অনুমোদন করেছেন সময় উপস্থিত ছিলেন
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান
মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা
জনবন্ধু জনাব গোলাম মোহাম্মদ কাদের (এমপি) স্যার
জাতীয় পার্টির মাননীয় মহাসচিব
জননেতা জনাব মোঃ মুজিবুল হক চুন্নু (এমপি) মহোদয়
জাতীয় পার্টি, লালমনিরহাট জেলার আহ্বায়ক,
প্রিয় নেত্রী জনাবা শেরিফা কাদের (এমপি) ম্যাডাম
জাতীয় পার্টি, লালমনিরহাট জেলার সদস্য সচিব, জননেতা জনাব মোঃ জাহিদ হাসান (লিমন) মহোদয়
যে স্বপ্ন চেয়ে থাকে পথ, সেটাই নাকি তার মেঠোপথ।
সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঅঙ্গনের রয়েছে যার অগণিত ছাপ। যে কোন কিছুতেই নিজেকে ফুটাতে বড্ড পচ্ছন্দ তার। কথায় নয় সম্পূর্ণ কাজে বিশ্বাসী।
অদম্য মন আত্মবিশ্বাসী, দৃঢ় প্রত্যয়ী লড়াকু শক্তির অসাধারণ প্রতিভা, যেই প্রতিভার প্রভাব ইতিমধ্যেই লালমনিরহাট জেলার রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমান।
সংগঠনের প্রান কিভাবে ফিরিয়ে আনতে হয়, সংগঠন কিভাবে গতিশীল ও বেগবান করতে হয়, শক্তিশালী করে কর্মীদের ঢলে কিভাবে তৃনমূলের মাঝে ছড়িয়ে দিতে হয় তার অসাধারণ নেতৃত্বেই ইতি মধ্যেই লালমনিরহাট বাসী নতুন ভাবে জেনেছে। ছাত্র, যুবক জনতা সকলের আস্থা,ভালোবাসা ও বিশ্বাসের ঠিকানা।
পরিচ্ছন্ন ও কর্মীবান্ধব রাজনীতির ডায়নামিক কারিগর খান আশরাফ মিঠু ।অাগামীতে তার হাত ধরে সংগঠন গতিশীল, বেগবান ও শক্তিশালী হবে ইনশাল্লাহ।
Leave a Reply