1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
হাতীবান্ধায় ঘরবাড়ি নির্মাণ কাজের বাধার অভিযোগ - রংপুর সংবাদ
সোমবার, ২৯ মে ২০২৩, ১২:১৯ অপরাহ্ন

হাতীবান্ধায় ঘরবাড়ি নির্মাণ কাজের বাধার অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৭ জন নিউজটি পড়েছেন

 

নিউজ ডেস্কঃ
লালমনিরহাটরে হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের বড়খাতা বাস স্ট্যান্ড এলাকায় ঘরবাড় নির্মাণ কাজরে বাধার অভযিোগ উঠেছে।

জানা গেছে,উপজলোর বড়খাতা গ্রামের মৃত আবুল হোসনেরে ছলে রুবেলে হোসনে অভিযোগ করে বলেন,আমার বাপ দাদার আমল থেকেই এই ভিটায় রয়ছি। প্রতিপক্ষ বড়খাতার কাপড় ব্যবসায়ী আইয়ুব আলী সরকার রেলের ভুয়া কাগজ তৈরি করে বসতভিটার জমি দখলরে চেষ্টা ও ঘরবাড় নির্মাণ কাজ বাঁধা প্রদান করে বিভিন্ন হুমিক ধামকি প্রদান করছেন।

রুবেল আরো জানায়,পারিবারিকভাবে আমি ও আমার পরবিার নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিষয়টা স্থানীয়ভাবে বৈঠক হলওে কোন সমাধান মেলেনি।

এ বিষয়ে কাপড় ব্যবসায়ী আইয়ুব সরকার বলেন, তাদের ঘরবাড় নির্মাণে কোন বাধা প্রদান করা হয়ন।বিষয়ট স্থানীয় চেয়ারম্যানকে অভিযোগ করা হয়। পর এবিষয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভযিোগ প্রদান করা হয়ছে।আমি রেলওয়ের একশতক জায়গা পাই।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun