এআই সমর্থিত স্পিচ-টু-স্পিচ ট্রান্সলেশন সিস্টেম উন্মোচন করেছে মেটা। লিখিত রূপ নেই, শুধু মুখেই বলা হয় এমন ভাষা অনুবাদ করা যাবে এআই টুলটি দিয়ে। চীনের মৌখিক ভাষা হোকিন দিয়ে স্পিচ-টু-স্পিচের কার্যক্রম শুরু করেছে মেটা।
প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ বলেন, চীন, তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইনের চার কোটি ৯০ লাখ মানুষের মুখের ভাষা হোকিন।
এআই সমর্থিত ট্রান্সলেটরটি নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে। ওপেন সোর্স হওয়ায় যে কেউ টুলটির উন্নতি ঘটাতে পারবে। আপাতত একবারে শুধু একটি বাক্যই অনুবাদ করতে পারছে এআই ট্রান্সলেটরটি।
ভিডিও কলে একটি বাক্য ইংরেজিতে অনুবাদ করে কথোপকথন চালাতে সাহায্য করবে এটি। তবে শুধু হোকিন ভাষায়ই এর কাজ সীমাবদ্ধ থাকবে না।
এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, ইউনিভার্সাল স্পিচ ট্রান্সলেটর প্রজেক্টের আওতায় ট্রান্সলেশন সিস্টেমটি কাজ করছে। এই প্রজেক্টের আওতায়, মেটা এমন সব এআই টুল তৈরি করবে, যা অনেক ভাষা তাৎক্ষণিকভাবে স্পিচ-টু-স্পিচ অনুবাদ করতে পারবে।
বিশ্বে সাত হাজার ভাষা আছে, এর মধ্যে লিখিত ভাষা আছে চার হাজার। বাকি তিন হাজার ভাষা শুধু মুখে মুখে প্রচলিত।
Leave a Reply