বিভাগীয় নগরী রংপুরে জাতীয় ফায়ার সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও জনসচেতনতামুলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে ফায়ার সপ্তাহের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান ও মেট্রোপলিটন কমিশনার নুরে আলম মিনা। অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে ফায়ার সপ্তাহের উদ্বোধন করা হয়। শেষে জনসচেতনা মুলক মহড়া অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, প্রচার প্রচারনার মাধ্যমে জনগনকে সচেতন করার পাশাপাশি জনগনের পাশে থাকবে ফায়ার সার্ভিস।
Leave a Reply