সিরাজগঞ্জের কামারখন্দে নিজ বাড়ি থেকে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশা দক্ষিন পাড়ার নিজ বসত বাড়ি থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাদরাসা ছাত্রী সনিয়া খাতুন (১১) পাইকোশা দক্ষিন পাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও পাইকোশা ইসলামিয়া ফাযিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।
কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান জানান, শনিবার বিকেলে সনিয়ার নিজ ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফলিতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply