1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ভোলা-বরিশাল রুটে ৪ দিন পর লঞ্চ চলাচল শুরু - রংপুর সংবাদ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৮ পূর্বাহ্ন

ভোলা-বরিশাল রুটে ৪ দিন পর লঞ্চ চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৩ জন নিউজটি পড়েছেন

টানা চারদিন বন্ধ থাকার পর ভোলা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।  রোববার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এতে দক্ষিণাঞ্চলে মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। সকাল থেকে লঞ্চঘাটগুলোতে ভিড় জমিয়েছেন যাত্রীরা।

লঞ্চ মালিক সমিতি অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের পর লঞ্চ চলাচল স্বাভাবিক হলো।  এছাড়া দুইদিন বন্ধ থাকার পর বাস চলাচলও শুরু হয়েছে।

এর আগে গতকাল শনিবার (৫ নভেম্বর) দুপুর থেকে একই রুটে বাস এবং বিকেল সাড়ে ৩টা থেকে স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়। ভেদুরিয়া লঞ্চ ঘাটে, গন্তব্যমুখী যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে যাচ্ছে লঞ্চ-স্পিডবোট। একইভাবে বরিশাল থেকে ভোলার ভেতুরিয়া ঘাটে ভিড়ছে লঞ্চ।

ভেদুরিয়া ঘাটের ইজারাদার প্রতিনিধি মাইনুদ্দিন বাংলানিউজকে বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল শুরু হয়, তবে তুললনামূলক যাত্রী কম। বেলা বাড়লে যাত্রী আরও বাড়তে পারে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক হয়ে উঠছে নৌপথ।

গত বৃহস্পতিবার থেকে লঞ্চ-স্পিডবোট ও শুক্রবার সকাল থেকে বাস ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল। পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘটের ডাক দেওয়ায় বিপাকে পড়েছিলেন যাত্রীরা।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun