রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা এলাকায় বাস চাপায় অটো চার্জারের এক যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহত ব্যবসায়ী মোকছেদুল হক (৪৫) উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে চারটার দিকে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রংপুর শহর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাস উপজেলার গড়ের মাথা এলাকায় শঠিবাড়িগামী একটি অটো চার্জারকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এতে অটো চার্জরটি দুমড়ে মুচড়ে যায়। অটোটে থাকা একজন আলু ব্যবসায়ীসহ আরও ২ জন যাত্রীকে আশংকাজনজ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রা। হাসপাতালে যাওয়ার পথে আলু ব্যবসায়ী মোকছেদুল হকের মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বড়দরগা হাইওয়ে থানার ইনচার্জ শাহাজান আলী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া অটোটি থানা হেফাজতে রয়েছে। বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
Leave a Reply