জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম. ক্যাপ্টেন মনসুর আলীর জন্মস্থান সিরাজগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।
বিকেলে শহীদ এম. ক্যাপ্টেন মনসুর আলী অডিটোরিয়ামে জাতীয় চার নেতার স্মৃতিচারনমুলক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. কে.এম. হোসেন আলী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, সাধারন সম্পাদক নুরুল ইসলাম সজল, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারন সম্পাদক সেলিম আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।
এসময় বক্তারা, জাতীয় চার নেতার পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রæত বিচার কার্য সম্পাদনের দাবী জানান। একই সাথে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার আদর্শ বুকে লালন করে জামায়াত-বিএনপির দেশ ব্যাপী নৈরাজ্য ও সকল ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষনা দেন।
Leave a Reply