“ নিরাপদ ও আনন্দময় পরিবেশ মানসম্মত শিক্ষা” প্রতিপাদ্যকে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মীনা দিবস উদ্যাপন উপলক্ষে গল্পবলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। গতকাল শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এর আয়োজনে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুল্লাহ ইসলাম এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আখতারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকতা মো. শাহরিয়ার নজির, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. ইকরামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুসরতে খোদা রানা, সাংবাদিক সমকাল প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ। এসময় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও কমলমতি শিশুরা এ অনুষ্ঠানে অংশ নেন। পরে অতিথি বৃন্দরা বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণ ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন।
Leave a Reply