মাহির খানঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাড়াই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবু কিশব চন্দ্র সিংহের সভাপতিত্বে আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরল হক, স্কুল প্রধান শিক্ষক মনোয়ারা বেগম,সহকারী শিক্ষক আজিজুল হক ও নাজমুল হুদা প্রমুখ। এছাড়াও বাড়াই পাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষক জয়নুল আবেদীনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, ইবতেদায়ী প্রধান জাহেদা খাতুন প্রমুখ।
আপনার মতামত লিখুন :