অপসাংবাদিকতার বিরুদ্ধে ও সময় টেলিভিনের রংপুর প্রতিবেদক রতন সরকারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রংপুরে। সোমবার (৩ মে) দুপুরে মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে জাপা দলীয় কার্যালয় থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বেড় করে। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে। রতনকে গ্রেফতারে আবারো ২৪ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দেয়া হয়।
এ সময় মাহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক এসএম ইয়াসির, রংপুর জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আব্দুল রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ফারুখ মন্ডল, সদস্য সচিব মাসুদ রানা বিপু, যুগ্ম আহবায়ক নুর ইসলাম, জাতীয় ছাত্র সমাজের মহানগ শাখার সভাপতি ইয়াছির আরাফাত আসিফ, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ছোট, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা কমিটির আহবায়ক আরিফুল ইসলাম,জেলা যুবসংহতির সভাপতি নাজিম, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বড়, মহনাগর যুবসংহতির সভাপতি শান্তি কাদেরীসহ অন্যান্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, একটি কুচক্র মহল মেয়রের ভাবমূর্তি নষ্ট করছে। সাংবাদিক পেশা একটি মহৎ পেশা। সন্ত্রাসী চাঁদাবাজ মাদকসেবী রতন সরকারকে আইসিটি আইনে মামলা দেওয়া হলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। সাংবাদিক রতনকে গ্রেফতার না করা হলে ঈদের পর লাগাতার হরতালের হুঁশিয়ারী দেন নেতাকমীরা।
উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ভিডিও পোষ্ট ও বক্তব্য দেয়ার অভিযোগে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে গত শনিবার রংপুর মহনাগর কোতোয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।
Leave a Reply