1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ - রংপুর সংবাদ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৭১ জন নিউজটি পড়েছেন

 

দেশে জ্বালানি তেলসহ নিত্যপণের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টি।

‘তেলের দাম কমিয়ে দে, নইলে গদি ছেড়ে দে; নিত্যপণ্যের দাম কমিয়ে দে, নইলে গদি ছেড়ে দে, ইত্যাদি স্লোগানে জ্বালানি তেল, গ্যাস, সারসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় পার্টি (জাপা)।

বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলা জাতীয় পার্টি’র আহবায়ক মেজবাহুল ইসলাম মিলন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে মিঠাপুকুর ওভারব্রীজের নীচে প্রতিবাদ সমাবেশ হয়।

বিক্ষোভ সমাবেশে মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টি’র আহবায়ক ও কেন্দ্রীয় নেতা মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী তার বক্তৃতায় বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, রাতের আধারে
অস্বাভাবিক হারে পেট্রোল-অকটেনের দাম বাড়িয়ে দিলেন। ফলে আজ প্রতিটি দ্রব্যমুল্য বৃদ্ধি পেয়ে সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে সব কিছুর দাম কমানোর জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় তুমুল গনআন্দোলন গড়ে তোলা হবে ব্যক্ত করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় ছাত্র সমাজ নেতা গোলাম রব্বানী, জাপা নেতা গোলাম আজম মিলন, মামুনুর রশিদ প্রমুখ। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun