1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ভয়াবহ ভাঙন তিস্তায় পানি বাড়ছে যমুনায় অনেক স্কুল বন্ধ - রংপুর সংবাদ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই:ইসি আলমগীর হাতীবান্ধায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত মাকতুফা ওয়াসিম বেলি খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি : রিজভী উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি পরিতাপের বিষয় বিএনপি ১৭ এপ্রিল, ৭ মার্চ পালন করে না সময় মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেন হাতীবান্ধায় নির্বাচনে বৈধতা পেলেন ৪ চেয়ারম্যান প্রার্থী, বর্জন জামাত নেতার লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ  হাতীবান্ধায় নির্বাচন না করার ঘোষণা জামায়াতের

ভয়াবহ ভাঙন তিস্তায় পানি বাড়ছে যমুনায় অনেক স্কুল বন্ধ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৬৩ জন নিউজটি পড়েছেন

মাহির খানঃপাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে গত চার দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে, তিস্তার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। সেই সঙ্গে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন।

সিরাজগঞ্জ : পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে গত চার দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৩৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮৯ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কাজিপুর পয়েন্টে ৪২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হয়ে পড়েছে। এর আগে পানি কমায় যেসব জমিতে শাকসবজি আবাদ করা হয়েছিল তা নষ্ট হয়ে যাচ্ছে।

আমন ধান রোপণের মৌসুমে পানি বাড়ায় ধান আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা করছে কৃষকরা। অন্যদিকে পানি বাড়ায় যমুনার অরক্ষিত অঞ্চলে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে এনায়েতপুরে ভাঙনে বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে যমুনায় পানি বাড়তে শুরু করেছে।

তবে বন্যার কোনো আশঙ্কা নেই।

লালমনিরহাট : উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের পাঁচ উপজেলায় প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি। নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। বন্যার কারণে গত দুই দিন ধরে লালমনিরহাটের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

গতকাল সকাল ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নীলফামারী : বর্তমানে  ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার  ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বলেন, পানি বৃদ্ধির ফলে পানির বেগে ডিমলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি এলাকার স্বেচ্ছাশ্রমে নির্মিত বালির বাঁধটির ২০০ মিটার বিধ্বস্ত হয়েছে।

কুড়িগ্রাম : দুই দিন ধরে পার্শ্ববর্তী ডালিয়া ব্যারাজ খুলে দেওয়ায়  জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। তবে আপাতত বন্যার আশঙ্কা নেই। তারপরও নদ-নদীর অববাহিকার মানুষজন বন্যা আতঙ্কে রয়েছেন।

রংপুর : জেলার গঙ্গাচড়া উপজেলার দুটি ইউনিয়নে হাজারের বেশি পরিবার পানিবন্দি রয়েছে। অনেক স্থানে জমির ফসল তলিয়ে গেছে।

রংপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, বর্তমানে তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun