নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় জামিয়ার রহমান (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। তাদের আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবা হচ্ছে। সোমবার সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কের উত্তরা ইপিজেড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জামিয়ার কুন্দপুকুর ইউনিয়নের পুর্ব সুটিপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে।
এছাড়া আহত দু’জন হলেন- চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়া পাড়ার বাবুল হোসেনের ছেলে ফারুক হোসেন (২৩) ও সিপাইটারীর ইসমাইল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২২)।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, নীলফামারীমুখী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুত্বর আহত হন ইজিবাইকের এই তিন ব্যক্তি।
তাদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হলে মারা যান জামিয়ার রহমান। ওসি বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি।
আপনার মতামত লিখুন :