স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর ভ্যাটেশ্বর নদীতে ভেসে ওঠে আব্দুল হাকিম (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ।
রোববার (১৯ জুন) বিকেলে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্ডীমারী ব্রিজের নিচ তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃদ্ধ আব্দুল হাকিম পলাশী ইউনিয়নের দেওডোবা বসুনিয়ার স্কুল এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় বাঁশ শ্রমিক আব্দুল হাকিম গতকাল শনিবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তার খোঁজ মেলেনি। রোববার বিকেলে এলাকাবাসী কমলাবাড়ি ইউনিয়নের চন্ডিমারী ব্রিজ সংলগ্ন ভ্যাটেশ্বর নদীতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
বৃদ্ধের ছেলে দবিয়ার রহমান জানান, শনিবার থেকে বাবা নিখোঁজ ছিলেন। আমরা অনেক খোঁজাখুঁজি শেষে আজ রোববার বিকেলে তার মরদেহ নদীতে পাই। কী কারণে মৃত্যু হলো তা বলতে পারছি না।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহ পোস্টমর্টেমে পাঠানো হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।