1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, ৬৩ চরে বন্যার শঙ্কা - রংপুর সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপির ৮০ ভাগ নেতা-কর্মী নির্যাতনের শিকার: মির্জা ফখরুল ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা–বাণিজ্য করছেন: কাদের  ঈদযাত্রায় রেলপথে জোরদার হচ্ছে টহল-পাহারা আওয়ামী লীগ এখন সাম্প্রদায়িকতা ও বর্ণবাদ ছড়াচ্ছে: ফখরুল আদিতমারী সীমান্তে গুলিবিদ্ধ আহত বাংলাদেশী যুবকের মৃত্যু রোজায় বেড়েছে দাম, খরচ যোগাতে ক্রেতার নাভিশ্বাস স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে ২৯ বছরই ছিল দুর্ভাগ্যের : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন প্রধানমন্ত্রীর প্রশ্ন-যারা ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন তাদের বউদের ভারতীয় শাড়ি কয়টা?

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, ৬৩ চরে বন্যার শঙ্কা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫৮ জন নিউজটি পড়েছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,লালমনিরহাট: দিন দিন তিস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁইছুঁই। তিস্তায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পানি বেড়ে যাওয়ায় ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে পাউবো কর্তৃপক্ষ। তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। তিস্তার চর অঞ্চলের ৬৩ চরের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি দেখা দিয়েছে ভাঙন।

রোববার (১২ জুন) দুপুর দু’টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২.৫৩ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচে (স্বাভাবিক ৫২.৬০ সেন্টিমিটার) দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্যারাজ রক্ষায় ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র জানায়, রোববার সকাল ৬টা থেকে থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ব্যারাজ পয়েন্টে ৫২.৪৫ সেন্টিমিটার, সকাল ৯টায় পয়েন্টে ৫২.৫০ সেন্টিমিটার, দুপুর দুইটায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তাপারের জেলে কদম আলী জানান, গত ১৫ দিন থেকে তিস্তার পানি বেশি। তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলেরা মাছ ধরতে পারছেন না।

হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, ‘বন্যা কবলিত মানুষের জন্য প্রস্তুত রয়েছি।’

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, ‘তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থান করছে। তবে উজানে ভারি বৃষ্টিপাত না হওয়ায় তিস্তার পানি কমে যেতে পারে।’

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun