কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়ণায়” এই বানীতে উজ্জিবিত হয়ে রংপুরের একটি সামাজিক সংগঠন “চলো স্বপ্ন ছুঁই” এর উদ্যোগে কাশিফুল উলুম ইসলামীয়া কওমী মাদ্রাসা, কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো “উষ্ণতার উৎসব-২০১৯”।
অসহায়, এতিম এসব হাফেজ শিশুদের শীতের কষ্ট দূর করতে “চলো স্বপ্ন ছুঁই ” এর সদস্যরা সাধ্যমতো চেষ্টা করেছে তাদের জন্য কিছু করার। কাশিফুল উলুম ইসলামীয়া কওমী মাদ্রাসায় ৪০ জন ছাত্রকে কম্বল বিতরণ করেন চলো স্বপ্ন ছুঁই।
সেখানে উপস্থিত ছিলেন চলো স্বপ্ন ছুঁই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: মুহতাসিম আবশাদ (জিসান), সাধারণ সম্পাদক তানজীম এস তাসীন, সহসভাপতি শাজেদুল ইসলাম পৃথিবী , যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম সরকার সহ চলো স্বপ্ন ছুঁই এর সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :