স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় বিষধর সাপের কামড়ে আমেনা বেগম (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।আমেনা বেগম উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্হানীয় সুত্রে জানা যায়,বুধবার (১৮ মে) রাতে নিজ বাড়িতে খাঁচায় হাত দিয়ে মুরগি খুঁজছিলেন আমেনা বেগম।
এ সময় খাঁচার ভেতরে লুকিয়ে থাকা বিষধর একটি সাপ তার হাতে কামড় দেয়।পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে রমেক হাসপাতালে নেওয়ার পথে মহিলার মৃত্যু ঘটে।
এবিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।