সিরাজগঞ্জের কামারখন্দে ৩০ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন সহ ১ মাদক কারবারী কে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার হালুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামী উপজেলার আলোকদিয়ার গ্রামের মৃত রমজান শেখের ছেলে বাদশা (৪৬)। কামারখন্দ থানার (ওসি) হাবিবুল্লাহ জানান, হালুয়াকান্দি এলাকায় মাদক ক্রয় বিক্রয় করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ বাদশা শেখ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ বিষয়ে, একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।