কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমির দখল নিয়ে সংঘর্ষে বাকিনুর ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় রক্তাক্ত জখম হয়েছে আরও ৫জন। রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার ভাঙামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ভাঙামোড় ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু জানান, ওই এলাকার ছলিম মিস্ত্রী তার দখলকৃত ২ একর জমিতে লাগানো সরিষা তুলতে যান। এসময় জমির মালিকানা দাবী করে বাঁধা দেন সহিদুল মেম্বারের লোকজন। এনিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের উপর আক্রমনের সময় ছলিম মিস্ত্রির পূত্র বাকিনুর ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন জহুরুল হক (৩৫), খলিল উদ্দিন (৬০), আজিমুদ্দিন (৪০), আমিনুর (৩২) ও বেলাল হোসেন (৫০)। গুরুতর আহত জহুরুল হক ও খলিল উদ্দিনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।
#
আপনার মতামত লিখুন :