বিনোদন ডেস্ক
আর মাত্র কদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই উৎসবকে ঘিরে দেশে চলছে নানান আয়োজন। আর এই আয়োজনের সঙ্গে একটু ভিন্নভাবে সামিল হচ্ছেন তরুণ প্রজন্মের তিন গায়ক শান সায়েক, শাহরিয়ার রাফাত ও নির্ঝর চৌধুরী।
ঈদকে সামনে রেখে তারা কণ্ঠ দিয়েছেন ঈদ নিয়ে তৈরি একটি গানে। যার শিরোনাম ‘ঈদ মোবারক’। গানটির কথা ও সুর করেছেন রাম চন্দ্র দাশ। যৌথভাবে এর সংগীতায়োজন করেছেন নির্ঝর ও রাফাত।
ADVERTISEMENT
অডিওর পর এরইমধ্যে গানটির ভিডিও নির্মাণের কাজ হয়েছে।
ঈদের আগের দিন তথা চাঁদরাতে গানটির ভিডিও উন্মুক্ত করা হবে ইউটিউবে ‘মিউজিকআর্ট চ্যানেলে’।
গানটির গায়ক শান সায়েক বলেন, ‘ঈদুল ফিতর নিয়ে আমাদের মাঝে আনন্দের সীমা থাকে না। সব শ্রেণীর মানুষ এই উৎসব প্রাণ থেকে উপভোগ করেন। এই উৎসবকে আরও রঙিন করতে আমরা এই গানটি করেছি। আশাকরি গানটি সবার ঈদের খুশিতে বাড়তি আনন্দ যোগ করবে।’
শাহরিয়ার রাফাত এবং নির্ঝর চৌধুরীও গানটি নিয়ে অনেক আশাবাদী। তাদের বিশ্বাস ৩ শিল্পীর কণ্ঠের গানটি ঈদে শ্রোতাদের কাছে দারুণ উপভোগ্য হবে।
Leave a Reply