1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ডনবাসে ৩০০ মাইলজুড়ে তুমুল যুদ্ধ - রংপুর সংবাদ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ডনবাসে ৩০০ মাইলজুড়ে তুমুল যুদ্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

ইউক্রেনের ডনবাস অঞ্চলের বিভিন্ন শহরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয়দের তীব্র লড়াই চলছে। ৩০০ মাইল দীর্ঘ এক রণক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীকে ঠেকানোর চেষ্টা করছে।

ইতিমধ্যে লুহানস্কের ক্রিমিনা এবং অন্য একটি ছোট শহর রুশ বাহিনী দখল করে নিয়েছে বলে স্বীকার করেছে ইউক্রেন সরকার।

সেখানকার আঞ্চলিক প্রশাসক সেরহি হাইদাই বলেন, বিভিন্ন শহরের ওপর ভারী গোলাবর্ষণ করছে রুশ সৈন্যরা।

এতে চার বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে।

শহরটিতে যুদ্ধের আগে ২০ হাজার মানুষ বাস করতেন। ক্রেমিনা ক্রামাতোরস্ক থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই ক্রামাতোরস্কে লুহানস্কের আঞ্চলিক প্রশাসনিক ভবন রয়েছে।

ক্রামাতোরস্ক ও এর আঞ্চলিক প্রশাসনিক ভবন দখল করার জন্য প্রানপণ চেষ্টা চালাবে রাশিয়া। কারণ এখান থেকে ডনবাস অভিযান পরিচালনা করা তাদের জন্য সহজ হবে।

ডনবাসে অবস্থান করছে রাশিয়ার ৭৬টি ট্যাকটিক্যাল ব্যাটালিয়ন। আর  একেকটি ব্যাটালিয়নে গড়ে এক হাজার সেনা আছেন। তাদের সবার একটাই লক্ষ্য ডনবাস জয় করা।

তাছাড়া রুশদের কাছে আছে বিপুল পরিমাণ কামান ও হামলা করার যুদ্ধাস্ত্র।

ইউক্রেনে ইতিমধ্যেই জানিয়েছে, যদি রাশিয়ার এত বড়  সৈন্যদলকে যদি হারানোর কোনো সুযোগ আমাদের থাকে তাহলে এজন্য আমাদের প্রয়োজন বিপুল পরিমাণ ভারী সরঞ্জাম, অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

অস্ত্র পেলে ইউক্রেন যে বেশ ভালোই প্রতিরোধ গড়ে তুলতে পারবে এ বিষয়টিও বেশ ভালো ভাবেই জানে রাশিয়া।

আর এ কারণে পোল্যান্ড, স্লোভাকিয়া ও অন্যান্য ন্যাটোভুক্ত দেশগুলো থেকে যে পথ দিয়ে ইউক্রেনে অস্ত্র আসছিল সেগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া।

এমনকি যদি ইউক্রেন রুশদের বিপক্ষে ডনবাস যুদ্ধে জয় পায় তাতেও সহসাই এ সংঘাত থামবে না। ডনবাস যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে বলেই আশঙ্কা বিবিসির বিশ্লেষক ফ্র্যাঙ্ক গার্ডনারের।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun