প্রশান্ত মহাসাগরে একটি মালবোঝাই জাহাজ ডুবে যাওয়ার শঙ্কায় পড়েছে। ওই জাহাজে ১৪ চীনা নাগরিকের পাশাপাশি ৮ জন বাংলাদেশি আছেন বলে জানতে পেরেছে দেশ রূপান্তর।
রাশিয়ার পেশাদার মার্চেন্ট মেরিন নেভিগেটর মিখাইল ভয়েটেনকো এই প্রতিবেদককে জাহাজটির বিপদে পড়ার খবর দেন। তিনি বুধবার সকালে জানিয়েছেন, ফিলিপাইন দ্বীপপুঞ্জের পূর্ব-পশ্চিমের প্রশান্ত মহাসাগর এলাকার জাপান জলসীমাকায় বণিক জাহাজটি দুর্ঘটনার শিকার হয়।
জাপানের স্থানীয় সময় ভোর পৌনে চারটার দিকে নাবিকেরা সাহায্য চেয়ে সংকেত পাঠান।
মিখাইল এই খবর দেয়ার পর নাবিকদের সর্বশেষ অবস্থা জানতে দূতাবাসসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তথ্য পাওয়া যায়নি। কিছু তথ্য পাওয়া গেছে রয়টার্সের জাপানিজ সংস্করণে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৮ বাংলাদেশিসহ ২২ নাবিক একটি লাইফবোটে জাহাজ থেকে নেমে পড়েছেন। জাপানিজ কোস্ট গার্ডের জাহাজ দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে।
জাপানি ভাষায় লেখা রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি কাঠ নিয়ে চীন থেকে পাপুয়া নিউগিনির দিকে যাচ্ছিল।
কীভাবে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়লো, সেটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
পানামায় নিবন্ধিত জাহাজটি ১৯৮৪ সালে তৈরি হয়।
আপনার মতামত লিখুন :