রংপুর সংবাদ যে পাঁচ কারণে প্রস্রাবের সময় হতে পারে তীব্র ব্যথা - রংপুর সংবাদ

যে পাঁচ কারণে প্রস্রাবের সময় হতে পারে তীব্র ব্যথা


রংপুর সংবাদ এপ্রিল ১৩, ২০২২, ১:৪৩ PM
যে পাঁচ কারণে প্রস্রাবের সময় হতে পারে তীব্র ব্যথা

প্রস্রাবের সময়ে মাঝেমাঝেই অনেকে হালকা ব্যথা বা অস্বস্তি অনুভব করেন। প্রাথমিকভাবে কোনও অসুবিধা না হলেও, মূত্রাশয়ে ব্যাক্টেরিয়া সংক্রমণের কারণে এমনটা হয়ে থাকে। প্রস্রাব করার সময়ে তীব্র ব্যথা হওয়াকে বিজ্ঞানের ভাষায় ‘ডিসুরিয়া’ বলা হয়ে থাকে। প্রস্রাবের সময়ে তীব্র ব্যথা, জ্বালা, যৌনাঙ্গ সংলগ্ন কোষগুলোতে চাপ অনুভূত হওয়া ডিসুরিয়ার অন্যতম লক্ষণ। ব্যাক্টেরিয়া সংক্রমণ ছাড়াও কয়েকটি কারণে প্রস্রাব করার সময়ে এই সমস্যাগুলো হতে পারে।

যেসব কারণে প্রস্রাব করার সময় ব্যথা হতে পারে?
১. বেশি মাত্রায় শুকনো খাবার খাওয়ার প্রবণতা। শরীরে পানির পরিমাণ কমে গেলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

২. বদ হজমের কারণেও প্রস্রাবের সময়ে ব্যথা হতে পারে। প্রস্রাব করা যদি কিছু খেয়ে থাকেন এবং তা যদি ঠিক করে হজম না হয়ে থাকে, তাহলেও এই সমস্যা দেখা দিতে পারে।

৩. মাত্রাতিরিক্ত মদ্যপান ডিসুরিয়ার অন্যতম কারণ।

৪. প্রয়োজনের অতিরিক্ত শরীরচর্চা করলেও প্রস্রাবের সময়ে ব্যথা হতে পারে। বেশি ব্যায়াম করলে শরীরের অন্যান্য অংশের কোষে চাপ পড়ে। বাড়তি চাপের কারণে ব্যথা হতে পারে।

৫. এই কারণগুলো ছাড়াও অন্য কোনও শারীরিক সমস্যা থাকলেও ডিসুরিয়ার সমস্যা হতে পারে।