গাইবান্ধা প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে র্যাব সপ্তাহ উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে গাইবান্ধার বালাসীঘাটে র্যাপিট একশন ব্যাটালিয়ন র্যাব-১৩ এর আয়োজনে এ শীতবস্ত বিতরন করা হয়।
র্যাবের মহাপরিচালক চৌধুরি আব্দুল্লা-আল মামুনের সভাপতিত্তে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রি আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় ডিপটি স্পীকার ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের মাননীয় হুয়িপ মাহাবুব-আরা বেগম গিনি এমপি,পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য এ্যড. উম্মে কুলসুম স্মৃতি,রংপুর বিভাগের ডিআইজি দেবদাশ ভট্রাচার্জ,গাইবান্ধা জেলা প্রসাশক আব্দুল মতিন,পুলিশ সুপার তৌহিদুল ইসলাম সহো গাইবান্ধা জেলার সকল নেতাকমৃরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চরঅঞ্চলের শীতার্থ ও অসহায় মানষের মাঝে ৯০০০ কম্বল বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :