বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে বিড়ম্বনায় পড়েছেন ব্যবহারকারীরা।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে এই দুই প্ল্যাটফর্ম ব্যবহার করতে গিয়ে সমস্যা দেখা গেছে। তবে এই দুই সামাজিক যোগাযোগমাধ্যমের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে এখনো কিছু জানায়নি।
মেসেঞ্জারে অনেকক্ষেত্রে বার্তা লিখলেও, তা পৌঁছায়নি প্রাপকের কাছে। আবার অনেকক্ষেত্রে দেখা গেছে, তাৎক্ষণিকভাবে না হলেও পরে পৌঁছেছে বার্তা।
ইন্টারনেট বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত পৌনে ১২টা থেকে শুরু হয়ে ১২টার দিকে মেসেঞ্জার ব্যবহারে বিভ্রাটের বিষয়ে অভিযোগ বাড়ছিল। তা ১টা পর্যন্ত অব্যাহত ছিল।
ইনস্টাগ্রাম ব্যবহারে বিড়ম্বনায় পড়া ব্যবহারকারীরাও অভিযোগ করেছেন।