1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
- রংপুর সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৮১ জন নিউজটি পড়েছেন
প্ল্যান ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি চাইল্ড, নট ব্রাইড প্রজেক্টে প্রজেক্ট ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেবে। আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিটি মোবিলাইজেশন, কমিউনিকেশন, পার্টনারশিপ ম্যানেজমেন্ট ও চাইল্ড প্রটেকশন বিষয়ে দক্ষ হতে হবে। চরাঞ্চল বা দুর্গম এলাকায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এ চাকরির ধরন চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। এ পদে নিয়োগ পেলে কর্মস্থল হবে রংপুর। মাসিক বেতন ১,৩০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা। এ ছাড়া জীবন ও স্বাস্থ্যবিমার সুবিধা রয়েছে। আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৯ মার্চ।

সমাজ উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)

সমাজ উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) উইমেনস প্রটেকশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট বিভাগে নারী কর্মী নিয়োগ দেবে। উইমেনস প্রটেকশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট ম্যানেজার পদে একজনকে নেওয়া হবে। আবেদনের জন্য মনোবিজ্ঞান, জেন্ডার বা উইমেনস স্টাডিজ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির দক্ষতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রাম ও রোহিঙ্গাদের ভাষা জানা থাকলে ভালো। শুধু নারীরাই আবেদন করতে পারবেন। এ চাকরি পূর্ণকালীন। কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে। মাসিক বেতন ১ লাখ ২৭ হাজার টাকা। আগ্রহী প্রার্থীদের বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৭ মার্চ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun