1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
আশুলিয়ায় জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ মরদেহ উদ্ধার - রংপুর সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন

আশুলিয়ায় জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৫ জন নিউজটি পড়েছেন

সাভারের আশুলিয়ায় জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে আরও মরদেহ আছে কিনা তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

এর আগে আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার ইউনি ওয়ার্ল্ড-২ জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ায় সার্ভিসের ৭টি ইউনিট রাত ৭টার পর্যন্ত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে ওই জুতা তৈরির কারখানায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে ভয়াবহ আগুন লাগে। এ সময় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয় লোকজন কারখানার কাছে যেতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুন লাগার কারণে কারখানাটির দেয়াল ও ভেঙে পড়েছে।

তিনজনের মরদেহের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আব্দুল আলিম।

তিনি বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি, সাভার ফায়ার সার্ভিসের ৩টি ও টঙ্গীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করে। এখন পর্যন্ত দুই নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun