সিরাজগঞ্জে বাসচাপায় আহত উল্লাপাড়া পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুস সালাম (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার কয়ড়া সড়াতৈল গ্রামের মোজাহার হোসেনের ছেলে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার ভোরে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন আব্দুস সালাম। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মারাত্মক আহত হন সালাম। পরে তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরের দিকে মারা যান তিনি। তার মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও কয়ড়া ইউপি চেয়ারম্যান গাজী খোরশেদ আলম গভীর শোক প্রকাশ করেছেন।