রংপুর প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে নানা আয়োজনে।
সূর্যদোয়ের সাথে সাথে নগরীর মডার্ন মোড়স্থ বিজয়ের ভাস্কর অর্জনে বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম,রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য,জেলা প্রশাসক আসিব আহসান,পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সহ প্রশাসনের সর্বস্তরের লোকজন জাতীর শ্রেষ্ট সন্তানদের স্বরনের জন্য পুষ্প অর্পন করেন।
এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক দল মুক্তিযোদ্ধা সহ সামাজিক ও পেশাজিবী সংগঠন সহ স্তরের জনগন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পার্ঘ অর্পন করে।
রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে সিটি করপোরেশন,জেলা মুক্তিযোদ্ধা সংসদ,জেলা ও মহানগর আওয়ামীলীগ,জেলা ও মহানগর বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ,ছাত্রদল,যুবদল, সিপিবি, জাসদ, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজিবী সংগঠন। গভীর রাত পর্যন্ত সর্বস্তরের হাজার হাজার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মতামত লিখুন :