1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. kibriyalalmonirhat84@gmail.com : Golam Kibriya : Golam Kibriya
  3. mukulrangpur16@gmail.com : Saiful Islam Mukul : Saiful Islam Mukul
  4. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ওমরাহ পালনে নতুন বিধি-নিষেধ আরোপ - রংপুর সংবাদ
মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২, ০২:৪০ পূর্বাহ্ন

ওমরাহ পালনে নতুন বিধি-নিষেধ আরোপ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
পবিত্র কাবা প্রাঙ্গণে ওমরাযাত্রীদের জন্য তাওয়াফের সারি কমিয়েছে সৌদি আরব সরকার। দেশটিতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এখন এই সারি কমিয়ে ৩৪টি করা হয়েছে। এ ছাড়া পবত্রি মসজিদুল হারাম ও মসজিদে নববিসহ সব স্থানে স্বাস্থ্যবিধি অনুসরণ আবারও বাধ্যতামূলক করা হয়েছে। খবর আরব নিউজের।
খবরে বলা হয়েছে, পবিত্র কাবা প্রাঙ্গণের ৩৪ সারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পথনির্দেশক স্টিকার লাগানো হয়েছে। এ ছাড়া মাস্ক পরা, হাত ধৌত করা, জায়নামাজ নেওয়াসহ সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণ করা হচ্ছে। জেনারেল প্রেসিডেন্সি বিভাগে ওমরাহবিষয়ক পরিচালক প্রকৌশলি আয়মান ফালামবান এসব কথা জানান।
তিনি আরও জানান, মুসল্লি, ওমরাযাত্রী ও দর্শনার্থীদের পবিত্র মসজিদুল হারামে প্রবেশের সময়সূচিও বেধে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় ‘ইতামারনা’ অ্যাপের সাহায্যে নির্ধারিত সময়েই মসজিদে প্রবেশ করতে হচ্ছে সবাইকে।
এ ছাড়া প্রতিদিন অন্তত ১০ বার সব স্থাপনা পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে ধোয়া হচ্ছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun