1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
সবার সামনে এসে সব প্রশ্নের উত্তর দিন: সৌরভকে গাভাস্কার - রংপুর সংবাদ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকাসহ ছয় বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস যারা নুন-ভাতের কথাও ভাবতে পারত না, এখন তারা মাছ-মাংসের চিন্তা করে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই:ইসি আলমগীর হাতীবান্ধায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত মাকতুফা ওয়াসিম বেলি খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি : রিজভী উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি পরিতাপের বিষয় বিএনপি ১৭ এপ্রিল, ৭ মার্চ পালন করে না সময় মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেন হাতীবান্ধায় নির্বাচনে বৈধতা পেলেন ৪ চেয়ারম্যান প্রার্থী, বর্জন জামাত নেতার

সবার সামনে এসে সব প্রশ্নের উত্তর দিন: সৌরভকে গাভাস্কার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও বিরাট কোহলির মধ্যে দূরত্ব বেশ ভালোভাবেই ফুটে উঠছে। যা নিয়ে বেশ বিরক্ত দেশটির কিংবদন্তি সুনিল গাভাস্কার।

ভারতের সাবেক এই অধিনায়ক মনে করছেন, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির উচিত এই অস্বচ্ছতা দূর করে মুখ খোলা এবং সবার সামনে কোহলির ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেওয়ার বিষয়টি পরিষ্কার করা।

কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছিলেন স্বেচ্ছায়। পরে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে কদিন আগে সৌরভ বলেছিলেন, টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়তে কোহলিকে অনুরোধ করেছিল বোর্ড। কিন্তু বুধবার সংবাদ সম্মেলনে কোহলি শোনালেন ভিন্ন কথা।

কোহলি বলেন, ‘যখন আমি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিই ও বিসিসিআইয়ের কাছে যাই, তারা এটাকে ভালোভাবেই গ্রহণ করেছিল। কোনো বিরাগ বা দ্বিধা ছিল না, আমাকে এটা পুনর্বিবেচনা করতে বলা হয়নি। ভালোভাবে গ্রহণ করা হয়েছিল। আমাকে বলা হয়েছিল, এটি ইতিবাচক এবং সঠিক পথেই একটি পদক্ষেপ।’

কোহলি এ সময় আরো বলেন তিনি ওয়ানডে ও টেস্টের নেতৃত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন। এমনকি, দক্ষিণ আফ্রিকার দল বেছে নেওয়ার মাত্র ৯০ মিনিট আগে তাকে ফোন করে এক দিনের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়।

অর্থাৎ সৌরভ ও কোহলির কথায় কোনো মিল পাওয়া যাচ্ছে না। এর প্রেক্ষিতে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘কোহলির বক্তব্যে বোর্ডকে অকারণে টানার দরকার নেই। ও একজন নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে কথাগুলি বলেছে, যে দাবি করেছিল তার সঙ্গে কোহলির কথা হয়েছে।’

‘হ্যাঁ, সৌরভ বিসিসিআই সভাপতি। তাই ওকেই জিজ্ঞাসা করা উচিত কেন দুজনের কথার মধ্যে অসঙ্গতি রয়েছে। এই মুহূর্তে যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওই সব থেকে ভালো লোক।’

টি-টোয়েন্টির পর রোহিত শর্মার হাতে ওয়ানডের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে। কোহলি এখন শুরু ভারতের টেস্ট অধিনায়ক।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun