মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটের পাঁচবিবিতে ২৫০ পিচ এ্যাম্পলসহ শাহানারা বেগম (৪৫) নামের একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার উপজেলার দোঘড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগ্ননাথপুর (কেডিজি রোড শালবাগান) গ্রামের মহিদুল ইসলাম বাবলার স্ত্রী।
থানা সূত্র জানায় জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির(পিপিএম) এর দিক নির্দেশনায় এবং পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমানের তত্ত্বাবধানে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে থানার এসআই (নিঃ) দেওয়ান মোঃ এনামুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দোঘড়া গ্রামে অভিযান চালিয়ে ২৫০ পিচ এ্যাম্পলসহ ঐ নারী সাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাকে মাদকদ্রব্য আইন মামলায় জেলহাজতে প্রেরন করেন।