সুমন মন্ডল গাইবান্ধা প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীকলা এলাকায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) শ্রীকলা সততা সংগঠনের আয়োজনে ও জোহরা সেবা সংঘের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে শ্রীকলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীকলা সততা সংগঠনের সভাপতি এসএম মামুন।
এসময় জোহরা সেবা সংঘের সভাপতি উজ্জ্বল আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব। অন্যান্যের মধ্যে সমাজসেবক শাহানুর মিয়া, সংগঠন কর্মী জুয়েল মিয়া, রুবেল মিয়া, জুয়েল সরকার, মাহাবুবুর মিয়া ও সাহাফুল ইসলাম প্রমূখ।
শেষে অত্রালাকার ১৫০ জন মানুষের ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।