1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
জার্মানিতে করোনায় ১ লাখের বেশি মানুষের মৃত্যু - রংপুর সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

জার্মানিতে করোনায় ১ লাখের বেশি মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

জার্মানিতে করোনাভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত এক লাখেরও বেশি লোক মারা গেছেন।

বৃহস্পতিবার দেশটির জনস্বাস্থ্য সংস্থা এক ঘোষণায় এ কথা জানিয়েছে।

জার্মানিতে সম্প্রতি করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫১ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১৯ জনে।

এদিকে অ্যাঙ্গেলা মেরকেলের কাছ থেকে দায়িত্ব নিতে যাওয়া নতুন জোট সরকারের সামনে আসন্ন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে স্বাস্থ্য সংকট মোকাবেলা।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে দেশটির হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রসমূহ রোগীতে ভরে গেছে।

কিছু হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে জার্মানি গত সপ্তাহে করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে।

দেশটিতে করোনার চতুর্থ ঢেউয়ের জন্য অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় টিকা দেওয়ার নিম্নহারকে দায়ী করা হচ্ছে।

জার্মানিতে প্রায় ৬৯ শতাংশ লোককে টিকার আওতায় নেওয়া হয়েছে। যেখানে ফ্রান্সে ৭৫ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun