স্পোর্টস ডেস্ক:
১৩তম এসএ গেমসে আর্চারির মিক্সড ইভেন্টে ভুটানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। আজ আর্চারিতে বাংলাদেশ মোট ৩টি স্বর্ণপদক জিতেছে। সবমিলিয়ে চলতি আসরে বাংলাদেশের স্বর্ণপদকের সংখ্যা এখন দাঁড়াল ৯।
রবিবার (৮ ডিসেম্বর) পুরুষ ও নারীর দুইটি রিকার্ভে স্বর্ণ জয়ের পর রিকার্ভ মিশ্র ইভেন্টে আরো একটি সফলতার দেখা পায় বাংলাদেশ। আর্চারি থেকে সবমিলিয়ে অন্তত দশটি স্বর্ণ জয়ের অপেক্ষায় আছে বাংলাদেশ।
প্রসঙ্গত, এর আগে গত সাতদিনে আরো ৭টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন দেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দিপু চাকমা। পরে তৃতীয় দিন তিনটি স্বর্ণ জেতেন কারাতেকারা। মাঝে তিনদিন স্বর্ণখরা থাকার পর শনিবার (৭ ডিসেম্বর) ২টি স্বর্ণ আসে ভারোত্তলন থেকে, ফেন্সিং থেকেও আসে ১টি স্বর্ণ।
আপনার মতামত লিখুন :