লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি আইড় মাছ।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে মাছটি উপজেলার বড়খাতা বাজারে নিয়ে গেলে সেটি ১০ হাজার টাকায় বিক্রি হয়।
স্থানীয়রা জানান, বুধবার সকালে কয়েকজন জেলে তিস্তা নদীতে মাছ ধরতে যায়। কয়েকবার নদীতে জাল টেনেও মাছ না পেয়ে হতাশায় পড়েন তারা। পুনরায় নদীতে জাল টানা শুরু করলে সেখানে বিশাল একটি আইড় মাছ ধরা পরে। মাছটি পেয়ে উপজেলার বড়খাতা বাজারে নিয়ে গেলে কয়েকজন মিলে মাছটি ১০ হাজার টাকায় কিনে নেন।
জেলে মতিয়ার রহমান জানান, এরকম বড় মাছ আমার জালে প্রথম উঠেছে। আমি খুবই আনন্দিত। তবে তিস্তা নদীতে এত বড় মাছ সহজে ধরা পড়ে না।
স্থানীয় বড়খাতা গ্রামের জেলে নাছিম মিয়া বলেন, করোনাভাইরাসে স্থবির সময়ে মাছটি বিক্রি করে আমাদের কয়েক দিন ভালভাবে কাটবে।
Leave a Reply