1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
শুক্রবার ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ, দেখা যাবে ঢাকার আকাশেও - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

শুক্রবার ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ, দেখা যাবে ঢাকার আকাশেও

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৫২ জন নিউজটি পড়েছেন

 

৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে শুক্রবার (১৯ নভেম্বর), যা বাংলাদেশের আকাশেও দৃশ্যমান হবে। ঢাকার আকাশে বিকেল ৫টা ১৩ মিনিট থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুর রহমান জানান, এটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে এবং সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে শেষ হবে।

আংশিক গ্রহণ দুপুর ২টা ৩৪ মিনেটে সর্বোচ্চ সীমায় পৌঁছাবে, তখন চাঁদের প্রায় ৯৭% পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে।

আবহাওয়া অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, আকাশ পরিষ্কার থাকলে আংশিক চন্দ্রগ্রহণের শেষ অংশটুকু বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে।

 

ঢাকায় বিকাল ৫টা ১৩ মিনিটে, ময়মনসিংহে বিকাল ৫টা ১১ মিনিটে, চট্টগ্রামে বিকেল ৫টা ১০ মিনিটে, সিলেটে বিকেল ৫টা ০৫ মিনিটে, খুলনায় বিকেল ৫টা ১৮ মিনিটে, বরিশালে বিকেল ৫টা ১৫ মিনিটে, ময়মনসিংহে বিকেল ৫টা ১৯ মিনিটে, রাজশাহী এবং রংপুরে বিকেল ৫টা ১৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।

এই বিশেষ আংশিক চন্দ্রগ্রহণটি ৩ ঘন্টা, ২৮ মিনিট ২৪ সেকেন্ড স্থায়ী হবে, যা ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ হবে।

শেষবার এইরকম একটি চন্দ্রগ্রহণ ঘটেছিল ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি। জ্যোতির্বিজ্ঞানে উত্সাহীদেরকে অনুরূপ ঘটনা দেখার জন্য ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

যখন চাঁদ তার পূর্ণ পর্যায়ে থাকে এবং সূর্য সম্পূর্ণরূপে চাঁদের পৃষ্ঠকে আলোকিত করে আর পৃথিবী তাদের মধ্যে থাকে তখন চন্দ্রগ্রহণের ঘটনা ঘটে। সূর্য, পৃথিবী এবং চাঁদ সুনির্দিষ্ট সারিতে থাকলে পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে, আর তা না হলে এটি আংশিক চন্দ্রগ্রহণে পরিণত হয়।

আংশিক চন্দ্রগ্রহণ “ব্লাড মুন” নামেও পরিচিত। এ সময়ে চাঁদের কিছু অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে।

চন্দ্রগ্রহণটি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)-এর ওয়েবসাইটে – https://svs.gsfc.nasa.gov/4953 সরাসরি উপভোগ করা যাবে ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun