লালমনিরহাটে পৃথক ঘটনায় মাহিম (৪) ও ইয়াসির আরাফাত (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) জেলার হাতীবান্ধা উপজেলার বাজার-গড্ডিমারী সড়কের হাটখোলা ও খানের বাজার কালির ডাঙ্গা এলাকায় তাদের মৃত্যু হয়।
মাহিম উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ও ইয়াসির আরাফাত একই উপজেলার খানের বাজার কালির ডাঙ্গা এলাকার লিটন হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফাহিম ও মাহিম দুই ভাই বাইসাইকেলে করে বালু বোঝাই ট্রলির পিছনে যাচ্ছিল। পথে মিলন বাজার-গড্ডিমারী হাটখোলা বাইপাস সড়ক এলাকায় একটি উঁচু ব্রিজের উপর ট্রলিটি উঠতে গিয়ে পেছনে চলে আসে। এতে ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই মাহিমের মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এ দিকে হাতীবান্ধা উপজেলার খানের বাজার কালির ডাঙ্গা এলাকায় পুকুরের পানিতে ডুবে ইয়াসির আরাফাত (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply