1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
পলাশবাড়ীতে ৩৯ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক কারবারীকে আটক - রংপুর সংবাদ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৪ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে ৩৯ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক কারবারীকে আটক

সুমন মন্ডল,গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৯৪ জন নিউজটি পড়েছেন

গাইবান্ধার পলাশবাড়ীতে ৩৯ বোতল ফেন্সিডিল সহ এক মহিলা মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।

রোববার দিবাগত রাতে পলাশবাড়ী থানা পুলিশ নিয়মিত চেকিং করার সময় ঢাকাগামী একটি কোচ থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, পলাশবাড়ী পৌর শহরের মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাসী অভিযানকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি পরিবহন নামের এক নৈশকো থেকে মাদক কারবারী সুমি পুলিশের চোখ ফাঁকি দিয়ে লাল রংয়ের একটি ট্রলি ব্যাগ নিয়ে নিচে নেমে পড়ে। এতে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে তার ব্যাগ তল্লাসী করে ৩৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ সময় পুলিশ মহিলা মাদক কারবারী সুমি (২৪) কে আটক করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমি পুলিশকে জানায়, রংপুর কোতোয়ালী থানা এলাকার কলেজপাড়ার একটি ভাড়া বাড়িতে বসবাস করে সে। আটক সুমি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুর রশিদের মেয়ে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সুমি ছাড়াও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun